স্টাফ রিপোর্টার।।
রাজধানীর হাজারীবাগ ঝাউচর এলাকায় ৩ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করা হয়েছে। মামলায় অভিযুক্ত ধর্ষক কিশোর হৃদয়কে (১৫) গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল রবিবার বিকেল ৫টার দিকে এই ধর্ষণের ঘটনা ঘটে। শারিরীক পরিক্ষার জন্য আজ দুপুরে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া জানান, শিশুটি পরিবারের সাথে ঝাউচর এলাকার একটি বহুতল ভবনের ৩য় তলায় ভাড়া থাকে। গতকাল বিকেলে শিশুটি বাসার সিঁড়িতে খেলছিলো। এসময় ওই ভবনেরই নিজ তলায় হৃদয় নামের ওই কিশোর তাকে জোড়পূর্বক ধর্ষণ করে। হৃদয় নিচ তলায় পরিবারের সাথে থাকে।
ওসি আরো জানান, শিশুটির পরিবার গতকাল রাতেই থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। এর পরপরই অভিযোক্ত হৃদয়কে গ্রেফতার করা হয়। আজ হৃদয়কে আদালতে পাঠানো হয়েছে। আর শিশুটিকে শারীরিক পরিক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাজারীবাগে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
